ঘুরে দাঁড়িয়ে জিতলেন কোকো গাউফ

ঘুরে দাঁড়িয়ে জিতলেন কোকো গাউফ

প্রথম সেটে হেরে পিছিয়ে পড়েন কোকো গাউফ। তবে ব্যাকফুটে গিয়েও হাল ছেড়ে দেননি। উল্টো লিখেছেন প্রত্যাবর্তনের দারুণ গল্প। ঘুরে দাঁড়িয়েই জয় ছিনিয়ে নিয়েছেন এ শীর্ষ বাছাই। রোমাঞ্চকর জয় দিয়ে কানাডিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে নাম লিখেছেন গাউফ।

০১ আগস্ট ২০২৫